আজকাল ওয়েবডেস্ক: দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মহারণ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা। অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মতোই এই হাইভোল্টেজ ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে দেখা গেল কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকেও। এমএসডি নিজে অধিনায়ক থাকাকালীন একাধিকবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। রবিবার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামার সুযোগ না থাকলেও, ক্রিকেটের প্রতি ধোনির অগাধ ভালবাসা আবারও ফুটে উঠল। জানা গিয়েছে, এদিন ধোনির একটি বিজ্ঞাপনের শুটিং ছিল। সেই শুটিংয়ের মাঝেই ধোনি খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, প্রাক্তন ভারত অধিনায়ক মনোযোগ সহকারে ম্যাচ উপভোগ করছেন। শুধু ধোনি নন, এই মহারণ দেখতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সানি দেওলও। দু’জনের প্রাণবন্ত আড্ডার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। একাধিক ভারতীয় ক্রিকেটার দুবাইতে খেলা দেখতে গিয়েছেন। ধোনি যেতে না পারলেও তিনি যে বড় পর্দায় খেলা দেখছেন সেটাই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঝের ওভারে সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপে পাকিস্তান তুলেছে ২৪১। ভাল শুরু করেও মিডল ওভারে ভারতীয় স্পিনার এবং হার্দিকের কৃপণ বোলিংয়ে আটকে গেলেন পাক ব্যাটাররা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিজওয়ান।
বাবর আজম এবং ইমাম উল হক ৪১ রানের পার্টনারশিপ গড়েন। বাবরকেন আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন হার্দিক। কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ইমামও। তবে রিজওয়ান এবং শাকিল ম্যাচের হাল ধরেন। ১০০ রানের পার্টনারশিপ গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত স্লথ। পরিসংখ্যান বলছে মাঝের ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। লাইন লেংথ বজায় রেখে টানা বল করে গিয়েছেন অক্ষর-জাদেজা-কুলদীপরা। এদিনের সবথেকে সফল বোলার কুলদীপ যাদব। ন’ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। হার্দিক নিয়েছেন দুটি, সামি বাদে বাকি বোলাররা নিয়েছেন একটি করে উইকেট।
